Advertisement

মুনাজাত 📺Palong TV

“মুনাজাত”

মো. আলী আশরাফ মোল্লা

দয়া করো হে দয়াময় মহান প্রভু
সকল ক্ষুদ্রতা,হীনতা আর নীচতা
থেকে বাচাঁও প্রাণ।
সব বিপদ সংকটকালে
যেন তোমায় স্মরি
দাও মোদের সেই সাহস
হিম্মত আর শক্তি।

তোমার রহমত থেকে
বিচলিত না হয় যেন
হাজারো দুঃখ, কষ্ট
আর বিপদ সংকুলে।

তুমি দয়ার সাগর
তুমিই রহিম রহমান
তোমার তরেই এই অধম
পাপীর জীবন সপিলাম।

তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে
আশরাফুল মাখলুকাত বানিয়ে
পাঠালে এই ধরাধামে
অথচ আমরা দুনিয়ার মোহে পরে
অকৃতজ্ঞতা আর নাফরমানীতে
বেলামুম ভুলেই যাচ্ছি তোমাকে!

তুমিই এক আল্লাহ, এক উপাস্য
নাই তোমার কোন শরীক,অন্য কোন ইলাহ
মনে প্রাণে বিশ্বাস রাখি তা
কিন্তু বাস্তবে দেখাতে পারি না
এ কেবল আমারই ব্যর্থতা
শুধু আমারই অক্ষমতা।

হাজারো পাপে তাপে জর্জরিত আমি
তবুও চলার পথ রুদ্ধ করোনাই তুমি
তুমি বড়ই দয়ালু বড়ই মেহেরবান
তোমার দয়ায় বেচেঁ আছি এক অধম প্রাণ।

তুমি রহমত করো তোমার বান্দাদের
উদ্ধার করো এই মহামারী থেকে
আমরা বড়ই অপরাধী পাপী তাপী
এই বিপদসংকুল থেকে
মুক্তি দাতা একমাত্র তুমি।

তোমার দয়া অনুগ্রহ ছাড়া
এক মুহুর্ত বেচে থাকা কারো সম্ভব না
মহামারী করোনা হাজারো লাখো মৃত্যু
এগুলো কেবলই উছিলা
সবই তোমার ইশারা।

আর দিও না পরীক্ষা, দিও না গজব
এসব সহ্য করতে আমরা পারবো না
আমরা কেবল তোমারই ইবাদত করি
তোমারই কাছে সাহায্য চাই
দূর করো করোনাসহ সকল কিছু
শুধুই অবারিত রহমত দাও আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *