পবিত্র ঈদুল ফিতর ’উপলক্ষে
কক্সবাজার বাসি সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ জানিয়েছেন । সাংবাদ কর্মি রাশেদুল আলম রাশেদ।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন পবিত্র ঈদুল ফিতর ’ সকল মুসলিম জাতির জন্য আনন্দময় একটি দিন। তাই তিনি পরষ্পারিক বেদাবেদ ও ভুল ভ্রান্তি মুচে দিয়ে পবিত্র এই দিনে সবাইকে নিয়ে আপন করে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।
শুভেচ্ছা বার্তায় আরো বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদের মহিমান্বিত আহ্বান, শান্তি-সুধায় ভরে তুলুক বিশ্বলোক। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।দূরীভূত হোক মহামারি, দুঃখ-জরা।
রাশেদুল আলম রাশেদ আরোও বলেন, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল ফিতর’প্রতি বছর আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা। ঈদ আমাদের জাতীয় উৎসব। তাই আমাদের জাতীয় জীবনে বিদ্যমান অশান্তি দূর করায় আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। যদি তা সম্ভব হয়, তবে এই জাতীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, আর সেটাই সবার প্রত্যাশা। যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে।ঈদের আনন্দ হোক সবার জীবনের উৎস। আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে এটাই আমাদের প্রত্যাশা
আল্লাহ- রাসুল (সঃ) পথে অনুসরণ পুর্বক আমাদের সকলকে রক্ষা করবেন আমিন।
শুভেচ্ছান্তে।
সাংবাদ কর্মি ঃ রাশেদুল আলম রাশেদ।
দৈনিক আলোকিত উখিয়া কক্সবাজার
সদস্য :বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা।
সাবেক সহকারি। স্পেশাল পি পি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালত কক্সবাজার। সদস্য খুরুশকুল ব্লাড ডোনা’স ব্যাংক
Leave a Reply