Advertisement

উপ‌জেলা প্রেসক্লাব উ‌খিয়া র শু‌ভেচ্ছা সফর! 📺 Palong TV

প‌বিত্র ঈদুল ফিতর‌কে সাম‌নে রে‌খে উপ‌জেলা প্রেসক্লাব উখিয়া র গনমাধ‌্যম কর্মীদের শু‌ভেচ্ছা সফর ক‌রে‌ছেন। সদ‌্য গ‌ঠিত নুতন ক‌মি‌টির সভাপ‌তি সাংবা‌দিক মোস‌লেহ উ‌দ্দিন ও সাধারণ সম্পাদক এম আবুল কালাম আযা‌দের নেতৃ‌ত্বে কার্যকরী প‌র্ষদের অন‌্যান‌্য দা‌য়িত্বশীলরা হ‌লেন যথাক্রমে এম আয়াজ র‌বি, শাকুর মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, তানভীর শাহ‌রিয়ার, মারজান আহ‌মেদ চে‌ৗধুরী, হেলাল উ‌দ্দিন, এম মোস্তফা কামাল আ‌জি‌জি, মুস‌লিম উ‌দ্দিন, সা‌দেক হো‌সেন খোকা প্রমুখ।

সদস্যদের একাংশ

আজ শ‌নিবার ১৫‌ই মে উ‌খিয়া থে‌কে টেকনাফ সফর শে‌ষে ইনানী সমুদ্রতী‌রে এক বৈঠক অনু‌ষ্টিত হয়। এসময় বক্তারা ব‌লেন, বিশ্বব‌্যা‌পি মহামা‌রি ক‌রোনাকা‌লে দে‌শের সাধারণ মানু‌ষের মা‌ঝে আ‌র্থিক দৈন‌্যদশা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সরকা‌র নিতান্ত গরীব প‌রিবা‌রের জন‌্য কিছু ত্রাণ দি‌লেও তা সংখ‌্যার তুলনায় অ‌নেক কম। ক‌রোনার এ সংক‌টে পর্যটন উপশহর উ‌খিয়ার ইনানীতে পর্যটক‌ শুণ‌্য হওয়ায় এর সা‌থে জ‌ড়িত কর্মমু‌খি মানু‌ষের জী‌বিকাও সংক‌টে প‌ড়ে‌ছে।

সদস্যরা


বক্তারা, সমুদ্র তী‌রে কর্মজী‌বি মানু‌ষের আ‌র্থিক সংকট কা‌টি‌য়ে উঠ‌তে সরকা‌রের আশু হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *