Advertisement

নির্যাতিত ও অধিকার বঞ্চিতসহ অসহায়ের পক্ষে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ আপোষহীন প্রতিবাদী যার নাম:কাবেরী 📺 Palong TV

পুরো কক্সবাজার জেলাসহ প্রত্যান্ত গ্রামাঞ্চলে অন্যায় ও অপরাধের ঘটনা প্রায়শ ঘটে যাচ্ছে। এখন মানুষরা অন্যায় কাজে পা বাড়াতে মোটেও দ্বিধাবোধ করছেনা । বিবেকবান লোকজনরা অনেকে নানাক্ষেত্রে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত কন্ঠেই সাহসীকতায় ভূমিকা রাখতে পারে না। অপরাদের বিরুদ্বে প্রতিবাদ না করা মানে হচ্ছে সেও অপরাদকে সমর্থন দেওয়া এক ব্যক্তি।

সমাজেই একজন আদর্শবান ব্যাক্তি অপরাধ-অপকর্ম কিংবা অন্যায়ের বিরুদ্ধে দায়িত্ব পালনে কেউ এগিয়ে আসলে,অন্যরা নিশ্চুপ। বর্তমানে যেখানেই অন্যায় বা অবিচার সেখানেই যাপিয়ে পড়া প্রতিবাদী নাম নাজনিন সরওয়ার কাবেরী।

নারী জাগরনের অগ্রদূত, অত্যান্ত সাহসী কন্ঠস্বর কাবেরী, যাহা পুরো কক্সবাজার জেলার ন্যায়পরায়ণতাকারী অন্যায়ের তীব্র প্রতিবাদী আলোকিত নাম কাবেরী । যে ব্যক্তি প্রতিনিয়ত শিখিয়ে দেন অন্যায়,অবিচার বা ন্যার্য্য অধিকার আদায়ের বিরুদ্ধে আন্দোলন করার নিয়ম কানুন । অন্যায়-অবিচারসহ সর্বস্তরের ভূমিদস্যুদের বিরুদ্ধে কিভাবেই গর্জে উঠতে হয়। সশরীরে নিজে উপস্থিত হয়ে সেই সব স্থানে কাবেরী প্রতিবাদ করছে এবং অব্যাহত রেখেছেন। সম্প্রতি তিনি জনপ্রিয় হয়ে উঠেন অসহায়, অধিকার বঞ্চিত নারী-পুরুষদের পাশে থাকেন বলেই।

তিনি রাজনীতিবিদ,সাবেক সংসদ সদস্য মরহুম ওসমান সরোয়ার আলম চৌধুরীর কন্যা, বর্তমান কক্সবাজার জেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী দূর্বার গতিতে খুবই সাহশীকতার গতিতে এগিয়ে যাচ্ছেন। তারই দ্বারা বাহিকতায় সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে বা অপরাদ দূর করে সু-বিচারের আশাবাদী করতে । কাবেরী যেখানে যাক না কেন সেখানে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে বিজয়ের পতাকা উত্তোলন করে বাড়ীতে ফিরেন। এমনকি তাঁর লাইভে বিভিন্ন কর্তৃপক্ষের টনক নড়েছে।

নাজনীন সরওয়ার কাবেরী প্রতিবাদের কন্ঠ নিয়ে সারাদেশে ঘুরে বেড়াচ্ছেন জেলা পেরিয়ে উপজেলা,ইউনিয়নসহ গ্রামেও । তিনি যেখানে অসঙ্গতি,অপরাধ,অন্যায়,অবিচার,জোর জুলুম দেখবে, সেখানে তাঁর বিপ্লবী আন্দোলন শুরু হবে বলে শপথ নেন । এমনকি পেশিশক্তি, ক্ষমতার অপব্যবহার কিংবা বাহুবলের মত ঘটনা সমাজেই কারো চোখে পড়েনা। ঠিকই সেগুলোর বিরুদ্বে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তিনি।

কক্সবাজার পুরো জেলা ছাড়াও বিভিন্ন স্থানে অন্যায়ের বিরুদ্বে প্রতিবাদ সরুপ ফেইসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন স্থরের কর্তৃপক্ষদের কে ঘটে যাওয়া যে কোন অন্যায়-অবিচার কে রুখতে নজরে এনে দিচ্ছেন সমাজ পরীবর্তীনের লক্ষ্যে।


সর্বস্তরের অধিকার হরণ ও বঞ্চিত নারী-পুরুষের পাশে থাকা কাবেরী একটি সাহসী নেত্রীর নাম । (একজন বিপ্লবী নারী) অত্যাচারের বিরুদ্বে দীপ্ত কন্ঠে গর্জে উঠা প্রতিবাদী নাম। নির্যাতনের শিকার এমন মানুষের মাঝে তাঁর নাম গেঁথে থাকবেই আজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *