Advertisement

উখিয়ার পালংখালীর প্রতিবন্ধী হামিদুল হকের বাড়ি ভাঙ্গনের ভয়ে দিন পার করছে আতঙ্কে 📺 Palong TV

উখিয়ার পালংখালি ইউনিয়নের থাইংখালি ৪নং ওয়ার্ড তাজনিমার খোলার মৃত এজাহার মিয়ার ছেলে শারীরিক প্রতিবন্ধী মোঃ হামিদুল হকের বাড়ি ভেঙে যাওয়ার ভয়ে ভয়ে দিন পার করছে, অথচ তাহার ঘরের তালিকাটা পর্যন্ত করা হয়নি। তিনি বলেন আমার ওয়ার্ডের মেম্বার বি এন পি সমর্থক করে , আর আমি আওয়ামী লীগ সমর্থকগোষ্টী বলে আমাকে বিভিন্ন ভাবে মানসিক হেনেস্তা করে এবং সরকারি বেসরকারি ত্রান সাহায্য সহযোগিতা থেকে আমাকে বঞ্চিত করে। তিনি আরো বলেন তাজনিমার খোলার মৃত কবির আহম্মদের ছেলে এনজিও শামসু নামের এক দালালের মাধ্যমে বিষিয়ে তোলেছে ঐ এলাকা।
যেকোন সরকারি বেসরকারি ত্রান সাহায্য সহযোগিতা আসলে ঐ শামসু বলে এইখানে মেম্বারের কোন হাত নেই বলে বিভিন্ন কিছুর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায় আর যাহারা টাকা দিতে চায়না বা প্রতিবাদ করে তাদেরক
গত ২৬ জুলাই শুরু হওয়া টানা অতিবৃষ্টির ফলে খালের ঢলে পানির শ্রোতের পালংখালি ইউনিয়নের তাজনিমার খোলা হামিদুল হকের বাড়ির বেহাল দশা পার করছে সংকটময় দিন।
আমরা সরেজমিনে গিয়ে তাহার সাথে কথা হলে তিনি বলেন।
আমার বাড়ি ও মুরগির খামারে পানি ঢুকে খামারে থাকা ৩ হাজার মুরগি মরে যায় যাহার দাম ছিল ৫ লক্ষ ৮৫ হাজার টাকা ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন প্রতিবন্ধী হামিদুল হকের বাড়ি ও মুরগির খামারের ক্ষয় ক্ষতির বিষয়ে আমি জানি।

এই প্রতিবন্ধী হামিদুল হক সবকিছু হারিয়ে আজ অর্থহীন কাকুতি মিনতি করে সরকারের কাছে সাহায্য ও সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *