Advertisement

কক্সবাজারে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার! 📺 Palong TV

কক্সবাজার সদরের খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকায় নাছমা আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। নাছমা একই এলাকার মো. আমজাদের মেয়ে।
শনিবার (১৪ আগস্ট) দুপুর ১টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টায় নাছমার ঘরের পাশ থেকে কয়েকজন যুবক পালিয়ে যায়। এমনকি কয়েকটি পরিবার ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে গেছে। হয়তো পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে নাছমার সাথে পলাতক যুবকরা কোনো খারাপ কাজ করেছে। যার অপমানে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। হয়তোবা তাকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি এখনো রহস্যজনক।

মো. আনোয়ার নামের এক স্থানীয় বাসিন্দা জানান, পূর্ব হামজার ডেইল পাহাড়ের এক পাশে আমজাদের ঘর। শনিবার দুপুরে ঘরের ভেতরে প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় নাছমাকে দেখেন। সাথে সাথে সদর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

কক্সবাজার সদর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) বিপুল চন্দ্র জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *