Advertisement

বঙ্গবন্ধু তুমি ছিলে তুমি আছো! 📺 Palong TV

বঙ্গবন্ধু তুমি ছিলে তুমি আছো

মো. আলী আশরাফ মোল্লা

এই বাংলার পূর্ব আকাশে সূর্য উদিত হবে যতদিন
আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর নাম রবে ততদিন
যারা ভেবেছিল পনের আগস্টের পরে নিভে যাবে প্রদীপ
ইতিহাস তাদের ক্ষমা করেনি মরেছে ফাঁসির কাষ্টে তারা।

বঙ্গবন্ধু বাঙালি আর বাংলাদেশ একই সূত্রে গাথা
একটি ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না
পনের আগস্ট তোমার শোক থেকে শক্তি পায়
শোক থেকে জাগরণ তৈরি হয় আমাদের মনে।

তুমি নেই আমাদের বাস্তব জীবনে
অথচ তোমার স্মৃতি আদর্শ রয়েছে
আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে
তুমি থাকবে বাঙালির হ্রদয়ে অনন্তকাল ধরে।

এই বঙ্গ,এই দেশ এই বাংলা রবে যতদিন
তোমার স্মৃতি মুছতে পারবে না কেউ ততদিন
যতই মুছতে চাইবে দুষ্ট চক্র তোমার নাম
ততই তোমার মহিমা উদ্ভাসিত হবে বিশ্বজুড়ে।

তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে
বাঙালির সমস্ত মস্তিষ্ক বিরাজ করে
তোমার অবদানে আজ আমরা হয় পুলকিত
তোমার কারনেই পেয়েছিলাম স্বাধীন সাবর্ভৌমত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *