কক্সবাজার জেলার উখিয়া উপজেলা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালিত।
আজ ১৫ই আগষ্ট সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রেসক্লাব উখিয়ার অফিস কক্ষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সাহরিয়ার সঞ্চালনায় আলোচনায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনীর উপর আলোকপাত করে স্নৃতিচারণমুলক বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ -সভাপতি শাকুর মাহমুদ, দপ্তর সম্পাদক মুসলিম উদ্দিন, তথ্যও গবেষণা সম্পাদক সাদেক হোসাইন খোকাসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে একটি হায়েনা গোষ্টির হাতে স্বাধীনতার বীর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন।তিনি ছিলেন বাংলার শ্রেষ্ঠ মানুষ। বঙ্গবন্ধু কে মেরে বাংলার মাটিতে একটি কালো অধ্যায় রচিত হয়েছে।
যিনি না হলে বাংলাদেশ নামক স্বাধীন একটি দেশ হতোনা।আততায়ীদের হাতে বঙ্গবন্ধুর মৃত্যু হলেও,বাঙালি জাতির হ্নদয় হতে বঙ্গবন্ধু ও তার জীবনাদর্শ মুছতে পারেনি।
ওইদিন বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল শহীদদের বিদ্রোহী আত্নার মাগফেরাত কামনা করা হয়।
Leave a Reply