Advertisement

রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জম্মদিন ;মোঃ আলী আশরাফ মোল্লা 📺 Palong TV

আজ তোমার জম্মদিন
বাংলার মানুষের আনন্দের দিন।
তুমিই বিশ্বশান্তির অগ্রদূত
বাঙালির সব আশা আকাঙ্ক্ষার বাতিঘর।

তুমি যোগ্য পিতার সুযোগ্য কন্যা
পিতা দিয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র
আর তুমি দিয়েছো উন্নয়নের মানচিত্র
তুমিই বাস্তবায়ন করেছো পদ্মা সেতুর মতো
এতো বড় বড় শত শত প্রকল্প।

তুমিই আমাদের সফল রাষ্ট্র নায়ক
তুমিই আমাদের উন্নয়ন আর অগ্রযাত্রার বাহক
তোমার জন্যই বিশ্ব আজ নতুন করে চিনেছে
তোমার উদারতায় শান্তির বার্তা ছড়িয়েছে বিশ্বজুড়ে।

১৯৪৭ সালের আজকের দিনে জম্মেছিলে তুমি
তারপর থেকেই দেশের সকল ক্লান্তি লগ্নে
নিষ্ঠা আর আন্তরিকতার সাথেই কাজ করে যাচ্ছো
নিরলস বিরতিহীন ভাবে মানুষের ভালোবাসা নিয়ে।

তোমার হাতে থাকবে যতদিন দেশ
নিরাপদ আর নিরাপত্তায় থাকবে সবাই
পথহারা আর হবে না কো বাংলাদেশ
সুখ শান্তি বিরাজ করছে এইতো বেশ।

উন্নয়ন আর অগ্রযাত্রার পথ প্রর্দশক তুমি
তুমিই আজ দেশকে নিয়েছো উন্নয়নের মহাসড়কে
মাদার অব হিউম্যানিটি খ্যাত বিশ্ববরেণ্য নেতা তুমি
তুমিই আশ্রয় দিয়েছো ১১ লাখ রোহিঙ্গা শরর্নাথী।

বাংলার মানুষের ভালোবাসা ছিলো তোমার সাথে
তাইতো আজ তোমার নেতৃত্ব বাংলা ছাড়িয়ে বিশ্বজুড়ে
তোমার নেতৃত্বেই এগিয়ে চলেছে দূর্বার গতিতে দেশ
তোমার হাতেই থাকবে নিরাপদ এই বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *