Advertisement

সারা দেশের ন্যায় কক্সবাজার থেকেও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জেলা প্রশাসক ও কুরিয়ারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ 📺 Palong TV

বাংলাদেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে৷

রবিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কক্সবাজার জেলার সভাপতি ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ কক্সবাজারের জেলা প্রশাসক এর মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করেন৷ এবং বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে কক্সবাজার শাখার গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মুসলিম উদ্দন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাননীয় প্রধনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের সর্বস্তরের জেলা, উপজেলা থেকে তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের সমন্বয়ে গড়ে উঠা বৃহত্তর সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বিগত ১০ বছর ধরে সাংবাদিকতার পেশাগত মনোন্নয়ন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মীদের পাশে দাঁড়ানোসহ সাধ্য অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে৷

অত্র সংগঠনের নেতা-কর্মী, সদস্যদের স্বেচ্ছাসেবা ও সহায়তার ভিত্তিতে সক্রিয় থাকা এ সংগঠন বরাবরই মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং তারই সুযোগ্য কন্যা হিসেবে দেশ গঠনে আপনার বাস্তবমুখী সকল উন্নয়ন উদ্যোগের প্রতি অবিচল আস্থাশীল৷

আমরা মনেকরি, আপনার প্রতিটি উন্নয়ন পরিকল্পনার সমর্থক হিসেবে তৃণমূল পর্যায়ে দায়িত্বরত সাংবাদিকদের আরো বেশি কর্তব্য পালনেরও সুযোগ রয়েছে৷

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলার অর্থ সম্পাদক জাহেদ হোসেন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পূর্ণ বর্ধন বড়ুয়া, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখসহ আরো অনেক ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *