Advertisement

উখিয়ার হলদিয়া পালং ইউপির হাজীপাড়ায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে গোলাবারুদ ও অস্ত্রসহ ২জন আটক 📺Palong TV

আজ ১৮ই নভেম্বর (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ হাজির পাড়া এলাকাতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার র‍্যাব -১৫।
আটককৃতরা ব্যাক্তিরা হলেন, হলদিয়া ইউপির ৯নং ওয়ার্ডের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মোহাম্মদ সালাম (৪২) আরেক জন হলেন একই এলাকার মোঃ পেটান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম বাপ্পী (২২)।
কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা গােপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক একটি দল ভোররাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করে।
এদিকে আটক দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর অবৈধ অস্ত্রসহ অপরাধ কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের উক্ত কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *