কক্সবাজারের পেকুয়াতে বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। রবিবার (২১শে নভেম্বর) রাত ৮টার দিকে পেকুয়ায় উপজেলার চৌমুহনী সংলগ্ন মসজিদ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পেকুয়ায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মিজানুর রহমান (২২) ও শিলখালী ইউনিয়নের কাচারিমোড়া এলাকার আবুল বশরের ছেলে মোঃ মোর্শেদ (২০)। মিজান চট্টগ্রামের পাহাড়তলী কলেজ ও মোর্শেদ পেকুয়া উপকূলীয় জিয়াউর রহমান কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। পুলিশি সূত্রে জানা গেছে, পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত উপজেলার চৌমুহনী মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা মো.মিজান ও মো.মোর্শেদ নামের দুই যুবককে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে শিলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ও মেম্বার প্রার্থীদের অভিযোগ এ অস্ত্র ২৮ নভেম্বরের নির্বাচনে ব্যবহারের জন্য আনা হচ্ছে। আটক মোর্শেদ শিলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রেজাউল করিমের আত্মীয় ও সমর্থক। সচেতন মহলের শঙ্কা ইউপি নির্বাচনকে প্রভাব বিস্তারের লক্ষ্যে সন্ত্রাসীদের দৌরাত্ম দিন দিন বেড়ে যাচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে বলে মনে করেন তাঁরা। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি এলজি অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজারের পেকুয়ায় আগামী ২৮ তারিখের নির্বাচনের জন্য আনা অস্ত্রসহ দুই কলেজ ছাত্র আটক 📺 Palong TV

Leave a Reply