কক্সবাজারের চকরিয়ায় মিনি ট্রাক (পিকআপ) গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ হোসেন রানা (২৩) নামের যুবক নিহত ও আরাফাত হোসেন (১৯) নামের অপর আরোহী গুরুতর আহত হয়েছে।
বুধবার বিকাল প্রায় ৪টার সময় চিরিঙ্গা-লামা সড়কের রিংভং সীমান্ত ব্রীজ সংলগ্ন বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত,মোঃ হোসেন রানা(২৩) চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার কামাল সওদাগরের পুত্র। আর আহত আরাফাত হোসেন (১৯) একই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার জামাল আহমদের পুত্র।
নিহত,মোঃহোসেন রানার মামা মো;রিয়াজ উদ্দিন জানান,বিকালে আমার ভাগিনা তার বন্ধু আরাফাতকে নিয়ে মোটরসাইকেলে করে বেড়াতে বের হয়। তারা লামার কুমারী যাওয়ার পথে ঘটনাস্থল সীমান্ত ব্রীজ সংলগ্ন রিংভং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মিনি ট্রাকের ধাক্কায় তার মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়।এমতাবস্থায় স্হানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ভাগিনা রানাকে দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে তার অপর বন্ধু আরাফাতের অবস্থা আশঙ্কা জনক বলে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেন।
Leave a Reply