Advertisement

উখিয়ার হলদিয়ার ধুরুমখালী থেকে বিদেশী মদসহ দু’জন মাদক কারবারি আটক 📺 Palong TV

গত ০৩ই নভেম্বর-২০২১ইং রোজ শুক্রবার আনুমানিক ০৪:৫৫ ঘটিকার সময় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী এলাকার কক্সবাজার-টেকনাফ সড়কে গোপন সংবাদের ভিক্তিতে র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ৮৪ বোতল বিদেশী মদসহ দু্ই মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।
জানাগেছে, র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ধুরুমখালী স্টেশনের পার্শ্বে আল্লাহর দান স্টোরের সামনে অভিযান পরিচালনা করে রবিউল আলম (২৫) এবং মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) কে ধৃত করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা হতে ৮৪ ( চুরাশি ) বোতল বিদেশী মদ উদ্ধার করে।জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ জানায় যে ,মাদকদ্রব্য বিদেশী মদ অন্যত্র পাচারের উদ্দেশ্যে তারা উক্ত স্থানে অবস্থান করছিল ।
গ্রেফতারকৃত আসামী রবিউল আলম ও মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *