Advertisement

বিএনপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উখিয়া স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত  📺 Palong TV

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনির নেতৃত্বে কোটবাজার স্টেশন চত্বরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন মাহমুদ, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল কবির নুরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অজিত শর্মা, অরবিন্দু ধর, রুপন শর্মা, সুমন ধর, হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনোয়ার সিকদার, রত্নাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাসেদ নুর, যুগ্ম আহ্বায়ক খুর্শেদ আলম, জালিয়াপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইউছুপ নূর, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা জয়, হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য যথাক্রমে সায়েদ মোহাম্মদ নোবেল,শহীদুল ইসলাম সিকদার, তাওচীপ চৌধুরী, রশিদ আহমদ, খোরশেদ আলম, মহিউদ্দিন, ফয়েজ, মিঠন শর্মা, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, জালিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল কাদের , আলী হোসেন, রত্নাপলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা তাইফুল উদ্দিন চৌধুরী, আবু জাহেদ ভুট্টো, নুরুল আবছার, আরিফুল ইসলাম, আবু তালেব সহ ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতৃবৃন্দ।

মিছিল উত্তর বিক্ষোভ সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলালের স্পর্ধা দেখে আমরা বিস্মিত। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ মন্তব্য কারাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তাকে অনতিবিলম্বে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি। তার মত কুলাঙ্গার দেশে স্বাধীনভাবে বেঁচে থেকে মুক্ত হাওয়া ভোগ করার কোন অধিকার নেই। তাকে উখিয়া উপজেলায় অবাঞ্ছিত করা হয়েছে। তাকে যতদিন পর্যন্ত আইনের আওতায় আনা না হবে ততদিনে পর্যন্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মাঠে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *