Advertisement

রামু সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষ আব্দুল হক কে ২০২২ইং নববর্ষের শুভেচ্ছা Palong TV

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রামু সরকারি কলেজ ছাত্রলীগ পরিবার উপস্থিত ছিলেন মোঃ- আশিক, বোরহান, মোঃ-সালাহউদ্দীন, দেলোয়ার সিকদার , মিনার উদ্দিন, সোহেল, বোরহান, সাজ্জাদ হোসেন, ফাহিমুল ইসলাম, সাগর, সাকিব, মোঃ- মুজিব
সহ অসংখ্যা ছাত্রলীগের নেতা কর্মী সহ প্রমোক – পূর্বাকাশে উঠেছে ভোরের সূর্য। একটু একটু করে চারদিকে ছড়িয়ে গেছে আলোর ঝরনাধারা। কুয়াশার চাদরে মুড়িয়ে থাকা প্রকৃতিও জেগে উঠেছে। আজকের এই সূর্য, এই ভোর নিয়ে এসেছে নতুন বার্তা। ২০২২ সালের প্রথম সূর্যোদয় এটি। সৌন্দর্যে ভরবে নতুন বছর, আসবে সমৃদ্ধি-এ প্রত্যাশায় কক্সবাজার জেলা তথা পুরো দেশবাসীকে ‘স্বাগতম ২০২২’ উচ্চারণে আরেকটি খ্রিষ্টীয় বছরকে অভিবাদন জানিয়েছেন রামু সরকারি কলেজ ছাত্রলীগ পরিবার।

মোঃ-সালাহউদ্দীন বলেন “সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, রাজনৈতিক হানাহানি, সংঘাত, লড়াই, সহিংসতা যেন আর কখনো না আসুক। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। নারীর প্রতি আরও মানবিক হোক সমাজ। সমুন্নত থাকুক মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা।

নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দূঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন।

আমরা চাই নতুন বছর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই আমরা নতুন বছররের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো। অর্থ আধিপত্য কিংবা পেশি শক্তি দিয়ে নয়, ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই।।

নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ২০২২ সালে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে সবার জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হয়ে ওঠবে। একটাই প্রত্যাশা ও প্রার্থনা- “শুভ হোক ২০২২”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *