Advertisement

কক্সবাজারের খুরুশকুলে ব্লাড ডোনার’স ব্যাংক একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন 📺 Palong TV

কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত খুরুশকুল ইউনিয়নের অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন খুরুশকুলে ব্লাড ডোনার’স ব্যাংকের পক্ষ থেকে খুরুশকুল ইউনিয়নের সম্মানিত
চেয়ারম্যান জনাব শাহাজাহান ছিদ্তিকী মহোদয়কে
সম্মাননা স্মারক প্রদান ও সৌজন্য সাক্ষাৎ করেন

খুরুশকুলে ব্লাড ডোনার’স ব্যাংকে পরিবার এ সময় উপস্থিত ছিলেন খুরুশকুলের অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন খুরুশকুল ব্লাড ডোনার’স ব্যাংকের এডমিন, শাহারিয়া রুস্তম, জাকের, আর এম রাশেদ, মডারেটর, মোঃ রাশেদ, সাহেদ,ও নুরুল ইসলাম, আবুল কালাম,ফিরুজ আশরাফ আলী,ফরহাদ ও সদস্যাবৃন্দ সাক্ষাৎ কালে

খুরুশকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় বলেন ইনশাআল্লাহ খুরুশকুলে ব্লাড ডোনার’স ব্যাংকের জন্য আমি সব সময় পাশে থাকব খুরুশকুল ইউনিয়নে এমন একটি সংগঠন আছে এটা আমাদের খুরুশকুল বাসির গৌরব আমাদের অহংকার আগামীতে আরো
খুরুশকুলে ব্লাড ডোনার’স ব্যাংকে সংগঠন কে এগিয়ে যাবো ইনশাআল্লাহ পতিটা ঘরে ঘরে একজন রক্ত দাতা হইয়ে খুরুশকুলে ব্লাড ডোনার’স ব্যাংকে এগিয়ে নিয়ে যাব

খুরুশকুলে ব্লাড ডোনার’স ব্যাংকের এডমিন, আর, এম, রাশেদ বলেন আমরা সেচ্ছাসেবী হিসাবে সব সময় আছি থাকব সংগঠনকে এগিয়ে নিয়ে যাব সকাল মডারেটর সদস্যদের নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *