কক্সবাজারের রামু’র বন বিভাগের চাঞ্চল্যকর হেডম্যান আলী আহম্মদ হত্যা মামলার এজাহারভূক্ত ১নং আসামী সাজ্জাদ হোসেন (২০) এবং ৫ নং আসামী সানাউল্লাহ (২১)কে র্যাব-১৫ গ্রেপ্তার করেছে। সোমবার ২৪ই জানুয়ারি রাত ৯ টার দিকে বান্দরবান জেলার আলীকদমে আসামীদের আত্মীয়ের বাড়িতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী সাজ্জাদ হোসেন নুরুল আজিমের পুত্র এবং সানাউল্লাহ নুর আহমদের পুত্র। উভয় আসামীর বাড়ি রামু’র জোয়ারিয়ানালার বেঙডেবা গ্রামে। ধৃত আসামীদ্বয়কে রামু থানায় তাদের প্রেস ব্রিফিং শেষে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গেল ১৬ই জানুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে হেডম্যান আলী আহম্মদকে রামু’র বিট অফিসে নির্মমভাবে খুন করা হয়।
Leave a Reply