বাকঁখালী নদীর উপর দ্রুত বাঁধ নির্মাণ করে চলতি মওসুমে ৬ হাজার হেক্টর জমির চাষাবাদ নিশ্চিত করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে কৃষক ও সেচ মালিকগণ। বিশ হাজার কৃষককে বাচাতে ২৭ জানুয়ারি সকালে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেছেন পিএমখালী ও ঝিলংজার কৃষকদের পক্ষে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আব্বাস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদুল করিম মাদু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলাল, সদর ছাত্রলীগ নেতা আবদুল মালেক, সাবেক মেম্বার মোস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা তাহেরুল ইসলাম, সেচ স্কীম ম্যানেজার নুরুল হাকিম, মোহাম্মদুল হক, সিরাজ উল্লাহ,কবির আহমেদ, আয়ুব খান, শহীদ উল্লাহ, আব্বাস উদ্দিনসহ পিএমখালীর শতাধিক কৃষক।
চলতি সপ্তাহের মধ্যে ঝিলংজাস্থ চান্দেরপাড়ায় অবস্থিত রাবারড্যামের পাশে ১ কেটি ২৫ লাখ টাকায় নির্মিতব্য বাঁধটি সমাপ্ত না হলে ২০ হাজার কৃষকের অপূরণীয় ক্ষতি হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। উক্ত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ না হলে কৃষকরা বৃহত্তর আন্দোলনের ডাকসহ নানা কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে। উল্লেখ রামু ও কক্সবাজার সদরের ৬ ইউনিয়নের ২০ হাজার কৃষকের চাষাবাদ হয় বাকখালী নদীর রাবারড্যামের পানি সেচ ব্যবস্থাপনার উপর। ২ বছর যাবৎ ড্যাম নষ্ট হওয়ার শুস্ক মওসুমে চাষাবাদ বন্ধ রয়েছে।
বাকঁখালী নদীর উপর দ্রুত বাঁধ নির্মাণের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি 📺 Palong TV

Leave a Reply