Advertisement

টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ওঠেছে 📺Palong TV

কক্সবাজার টেকনাফ ২৭নং জাদিমুড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ পুতিয়া বাহিনী ও সালমান শাহ গ্রুপে’র কারণে সাধারণ রোহিঙ্গা শরনার্থী অতিষ্ঠ এবং তাদের বিরুদ্ধে খুন,ডাকাতি,অপহরণ,নারী নিযার্তন,সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

উক্ত দু’গ্রুপের অন্যতম সক্রিয় সদস্যরা যথাক্রমে অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল আমিন,আব্দুল মতলব,নুর আজিম,মোঃ ইসলাম তারাও ক্যাম্পের ভিতর নিজস্ব সোর্সের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে উক্ত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

বিগত সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’র সদস্যদের সঙ্গে উক্ত গ্রুপের অনেক সদস্যগণ বন্দুক যুদ্ধে মারা যায়।
ও আটক হয়েছিল।তার মধ্যেই আব্দুল আমিন,আব্দুল মতলব,নুর আজিম,মোঃ ইসলাম বেশ কয়েকবার বিভিন্ন অপরাধী মুলক কমর্কান্ডে জড়িত থাকায় তাদের কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে।

পরে জামিনে জেল থেকে বের হয়ে আবারো বেপরোয়া কমর্কান্ডে লিপ্ত হয়।

রোহিঙ্গা ক্যাম্পের এই দুই সন্ত্রাসী গ্রুপের প্রধান সহ তাদের সশস্ত্র গ্রুপের সদস্যদের আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ কাজ করলেও তারা কৌশলে পালিয়ে রয়েছে।

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি/৪ ব্লকের বাসিন্দা আহাম্মদ উল্লাহ জানান, আব্দুল আমিন সহ তার সহযোগিরা তাকে অপহরণ করে মুক্তিপন নিয়ে ব্যাপক নিযার্তন করে ছেড়ে দেয়।

এবং সি/২ ব্লকের রোহিঙ্গা আহম্মদ কবির জানায়,আব্দুল আমিন সহ তার গ্রুপের সদস্যরা পাহাড়ের ভিতর আটক রেখে মারধর করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়।

জাদিমুড়া ক্যাম্পের হেড মাঝি কালাম জানান,২০১৯ সালে তাকে সহ আরো চারজন রোহিঙ্গা কে এক সাথে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়। হেড মাঝি কালাম সহ দু’জন মুক্তিপন দিয়ে মুক্তি পায়।অন্য দু’জন মুক্তিপণ দিতে ব্যর্থ হলে তারা ফিরতে পারেনি।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *