কক্সবাজারের খুরুশকুল ডেইল পাড়া প্রস্তাবিত মিনি স্টেডিয়ামে।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্ত ফাইনাল খেলাই অংশগ্রহন করেন
আহবাভ ক্রীড়া দল বনাম টিম ব্রাদার্স খুরুশকুল দল।
আজ শুক্রবার (২৮ই জানুয়ারী ) বিকাল ০৩টায় খুরুশকুল ডেইল পাড়া প্রস্তাবিত মিনি স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়
ফাইনাল খেলাই চ্যম্পিয়ন হয় আহবাভ ক্রিড়া দল, রানার্সআপ টিম ব্রাদার্স খুরুশকুল।
খুরুশকুল ক্রিকেটলীগ ২০২১-২০২২ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি এ্যাডভোকেট জুবাইরুল ইসলাম, জজ কোর্ট কক্সবাজার
বিশেষ অতিথি ফরিদ মিয়া, আহবায়ক জাতীয় ছাত্র সমাজ কক্সবাজার জেলা।সম্মানিত অতিথি শিক্ষা নবীশ আইনজীবী আরিফুল হাসান (রুবেল) জাজ কোর্ট কক্সবাজার। উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদুল আলম রাশেদ, মুফিজুর রহমান কালো, জিয়াউল হক, মাষ্টার মোঃ হাবিব, রেজউল করিম, জসিম উদ্দিন জসিম, সুলতান, রফিক, প্রবাসী বাবুল, শুক্কুর এছাড়াও খুরুশকুল এর সাবেক ও বর্তমান খেলোয়াড় ও প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। ডেইল পাড়া প্রস্তাবিত মিনি স্টেডিয়ামে।
খুরুশকুল ক্রিকেটলীগ ২০২১-২২ এর ফাইনাল খেলায় সভাপতির দ্বায়িত্ব পালন করেন এহসান উল্লাহ, এম.ইউ.পি ২নং ওয়ার্ড ডেইল পাড়া খুরুশকুল ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট জুবাইরুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের শারিরীক ও মানসিক উন্নয়নে সহায়ক, প্রত্যেক ব্যক্তির জীবন গঠনে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখতে পারে৷ খেলাধুলাই থাকলে মাদক ও চিন্তায় অনেক খারাপ কাজ থেকে বিরত থাকে আজকের ফাইনাল খেলাটা অনেক সুন্দর হইছে বলে ধন্যবাদ জানায় খেলা ওয়ারদেরক বিশেষ অতিথি ফরিদ মিয়া বলেন, এই খুরুশকুল ক্রিকেটলীগ -২০২১-২০২২ টুর্নামেন্টের ফাইনাল খেলাই হার জিত সাবার আছে যারা হারছেন আপনারা মন খারাপ করবেন্না একদিন আপনারাও জিতবেন ইনশাআল্লাহ আজকের ফাইনাল খেলাটা দেখে আমি অনেক খুশি হয়ছি দুই দলে আমার কাছে আপন দুই দলে সুন্দর খেলা উপহার দিয়েছেন খেলার কমিটিকে ধন্যবাদ জানাই।
অতিথি শিক্ষা নবীশ আইনজীবী আরিফুল হাসান (রুবেল)বলেন খুবই সুন্দর খেলা খেলছেন আমি আশা রাকব আগামীতে আরো ভাল খেলে কক্সবাজারের কৃতি সন্তান মুবিনুল হকের মত জাতীয় টিমে খেলার আশা রাখেন। সাংবাদিক রাশেদুল আলম রাশেদ বলেন দুই টিমে খুরুশকুলের হার জিত সবার থাকে মন খারাপ করার কিছু নেই, আজকে যারা হেরেছেন আগামীতে আপনারা জিতবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জানায় খেলা পরিচালনা কমিটির লিড়ার মাহবুব আলম হানিফকে সামনে যাতে আরো সুন্দর খেলা দেখতে পারি এই কামনা রইলো ধন্যবাদ আহবাভ ক্রীড়া দলের অধিনায়ক মুজিব ও টিম ব্রাদার্স খুরুশকুল দলের অধিনায়ক ইমরান।
সেরা খেলাওয়ার হিসাবে ম্যান অবদা ম্যাচ পেলেন জাহেদুল ইসলাম রুবেল ক্রীড়া সংস্তার অধিনায়ক মাহবুব আলম হানিফ।
Leave a Reply