Advertisement

রোহিঙ্গা শিবিরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 📺 Palong TV

মুসলিম উদ্দিন।

কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা শিবিরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২৫ই ফেব্রুয়ারি-২০২২ইং) দুপুরে উখিয়ার ট্রানজিট রোহিঙ্গা ক্যাম্প-৭ এর পুলিশ বক্সের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী কলিম উল্লাহ ও আঃ জব্বর বলেন আজ শুক্রবার আনুমানিক দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৭ স্থ পুলিশ বাক্স সংলগ্ন ফ্রেন্ডশীপ হাসপাতালের কিছু অংশও পুড়ে যায় সাথে আরো ৮-১০টি দোকান পুড়েছে বলে জানা গেছে।

তবে ফায়ার সার্ভিসের টিম আসলে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়-ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান তারা এখনো কি পরিমাণ ক্ষয়-ক্ষতির তা নিশ্চিত হয়নি তাই সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি।

পরবর্তীতে বিস্তারিত আসছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *