মুসলিম উদ্দিন।
কক্সবাজারের রামু থানাধীন খুনিয়া পালং ইউপিস্থ (মরিচ্যা) বিজিবি চেকপোস্ট এলাকার উত্তর পার্শ্বে মরিচ্যা টু রামু সড়ক তথা বাইন্নার দোকানের দক্ষিণ দিকে রাস্তার পূর্ব পাশে অজ্ঞাত লাশের ঘটনা ঘটে।
আজ শনিবার (২৬ই ফেব্রুআরি-২২ইং) সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকার দিকে একটি অজ্ঞাত লাশ দেখতে পাই, স্থানীয় কৃষক মাহমুদুল হক (৩৮) তিনি বলেন আমি ফজরের নাম শেষ করে প্রতিদিনের ন্যায় আমার ধানের ক্ষেতে ধান দেখতে যায়। আমার চাষি জমির পাশে যেতে তার পাশে খালি জায়গার মধ্যে পরিত্যক্ত একটি লাশ দেখতে পাই, লাশটি দেখে আমি কাছে গিয়ে দেখি অজ্ঞাত পরিত্যক্ত লাশটির শরিরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন দেখতে পাই।
এই বিষয়টি দেখে আমার চাচাতো ভাই মিজানকে বিষয়টি জানালে তাৎক্ষণিক সে স্থানীয় প্রশাসনকে ৯৯৯’র মাধ্যামে অবগত করেন। তার পর ঘটনাস্থলে প্রশাসন এসে অজ্ঞাত লাশটি উদ্ধারের কাজ করে পুলিশ এমন একটি তথ্য জানিয়েছেন প্রত্যাক্ষদর্শী আবদুল গফুর।পরবর্তীতে সিআইডি ও পিবিআই’র একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারা বিভিন্ন আলামতসহ হত্যায় ব্যবহৃত একটি ছুরি ধানের ক্ষেত থেকে উদ্ধার করেন।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমরা পুলিশ, সিআইডি, পিবিআইসহ কয়েকটি টিম যৌথভাবে কাজ করছি আমরা ইতিমধ্যে লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তবে এই পর্যন্ত লাশটিকে কে বা কারা হত্যা করেছে এবং লাশটির পরিচয়টা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।
প্রত্যাক্ষদর্শীদের কাছে জানতে চাইলে বলেন এমন নির্মমভাবে হত্যা আমরা কখনো দেখিনি এবং লাশটি পরিচয় এখনো শনাক্ত করা হয়নি। প্রত্যাক্ষদর্শীরা আরো বলেন আমাদের বিশ্বাস প্রশাসন দ্রুত লাশটির পরিচয় শনাক্ত করে খুঁনিদের চিহ্নিত করবেন।
Leave a Reply