মাইকিং করে ছৈয়দ নুর নামের এক ভুক্তভোগী স্বামী তার বউকে তালাক দিয়েছে। জানা যায়, টেকনাফের রঙ্গীখালীর ভুক্তভোগী ছৈয়দ নুর এর বউ মোমেনা আক্তার, পিতা- সোলতান আহমদ দীর্ঘদিন ধরে পরকীয়াই জড়িত ছিলো। অনেক বাধা দেওয়ার পরও স্বামী ছৈয়দ নুর এর বারণ না শুনে স্ত্রী পরকিয়ায় জড়িত থাকে।
পরে স্বামী আদালতের মাধ্যমে বউকে তালাক দেয়। কিন্তু তালাক দেওয়ার পরও স্ত্রী মোমেনা আক্তার স্বামীর বাড়ি ত্যাগ না করায় মাইকিং করে এলাকাবাসী জড়ো করে ছৈয়দ নুর তার স্ত্রী মোমেনা আক্তারকে তালাক দেয়। এ রকম একটি ভিডিওচিত্র পালং টিভির নিকট সংরক্ষণ রয়েছে।
Leave a Reply