Advertisement

উখিয়ায় এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার 📺Palong TV

কক্সবাজারের উখিয়া উপজেলাধীন থাইংখালীর জামতলী এলাকার হাফেজ নুরুল ইসলামের ভাড়া বাসা থেকে এক নারী এনজিও

কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে প্রশাসন। এসময় তার
স্বামীকে পুলিশী হেফাজতে নিয়েছে।নিহত ফাতেমা খাতুন জামালপুর জেলা সদরের ভারুয়াখালীর জামাল উদ্দিনের কন্যা। ফাতেমা টেকনাফ উপজেলার উনচিপ্রাং এমএসএফ হাসপাতালে নার্স পদে চাকরীরত ছিলন বলে এক তথ্য সুত্রে জানা গেছে । নিহত এনজিও কর্মীর স্বামী বিল্লাল হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার জোরদীঘির পূর্বফুলমালীজালা এলাকার নান্নু মিয়ার ছেলে বলে জানা যায়। সে পালংখালীর জামতলী ক্যাম্পে এমএসএফ হাসপাতালে চাকরীরত।

পুলিশ সুত্র জানায়, আজ ২মার্চ রাত সাড়ে ১২টারদিকে ফাতেমা খাতুনের স্বামী বিল্লাল হোসেন ৯৯৯ এ কল করে জানান, তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন। প্রশাসন এমন একটি সংবাদ পেয়ে উখিয়া থানার এসআই মহসিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং নিহতের স্বামী বিল্লাল কে থানা হেফাজতে নিয়ে যান বলে জানান।

উক্ত ঘটনার বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সন্জুর মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *