Advertisement

কক্সবাজার টু টেকনাফ সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত 📺 TV

মুসলিম উদ্দিন।

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা র‍্যাব-১৫ এর কার্যালয় বসুন্ধরার সামনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত!

নিহত যুবক রামুর দক্ষিণ মিঠাছড়ির কালা খোন্দকার এলাকার সাদ্দাম হোসেন (২০) বলে জানা গেছে। সে কক্সবাজার সদরের লিংকরোড় মক্কা মার্কেট সংলগ্ন মোবাইল দোকানের কর্মচারী বলে জানিয়েছেন প্রত্যাক্ষদর্শীরা ।

নিহত সাদ্দাম প্রতিদিনের মতো আজকেও মোবাইলের দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে আজ ০২ই মার্চ (বুধবার-২২ইং) রাত আনুমানিক ১১:১০মিনিটের দিকে স্পেশাল সার্ভিস ও মটর সবাইকেলের সংঘর্ষে মাটিতে পড়ে যাওয়ার পর চাকাপিষ্ট হয়ে সে ঘটনাস্থলে মারা গেছে বলে জানা যায়। আরো জানা যায় তার সাথে থাকা টেলিকম ব্যবসায়ী জিয়া আহত হন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *