কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার স্বপন কুমার দে কর্তৃক প্রধানমন্ত্রীকে কটুক্তি ও অবমাননা করায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খুরুশকুল পূর্ব হামজার ডেইল ইসলামাবাদ বঙ্গবন্ধু পাড়ার সাধারণ মানুষ।
আজ শনিবার (৫ মার্চ) সকাল ১১ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত এক মানববন্ধনে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে।
এসময় মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন বয়সের নারী-পুরুষ স্বপন কুমারের শাস্তির দাবিতে বিভিন্ন রকমের শ্লোগান দিচ্ছিলো।
উক্ত মানববন্ধনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দকৃত জায়গায় মন্দির বানানোকে কেন্দ্র করে তিনি আমাদের বরাদ্দকৃত জায়গায় যেতে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন এবং আমরা আমাদের বরাদ্দকৃত জায়গায় গিয়ে ঘর তোলার জন্য তাকে যেন চাঁদা দেই সেজন্য আমাদের চাপ প্রয়োগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ব্যক্তি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দকৃত জায়গায় আমি ঘর বানাতে গেলে স্বপন কুমার দে আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন এবং বলেন তুই যদি এই জায়গার উপর এসে ঘর তোলার চেষ্টা করবি তাহলে তোর খবর আছে। এসময় তিনি মুঠোফোনে আমাকে বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে বলেন এখানে যদি দেশের প্রধানমন্ত্রীও আসে তাহলে তাকেও জুতা পেটা করা হবে বলে জানান তিনি।
উক্ত মুঠোফোনের কথপোকথন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মনে বিতর্কের জন্ম নেয় এবং স্থানীয় সাধারণ মানুষ এই কথপোকথনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছে বলে জানা যায়।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ স্বপন কুমারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
Leave a Reply