আজ১৭ মার্চ (বৃহস্পতিবার)-২০২২ইং ১০২তম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী, এই দিনে গোপাল গঞ্জ জেলার টুঙ্গি পাড়া গ্রামে মমতাময়ী মাতা ছায়েরা খাতুনের কোল আলোকিত করে পিতা শেখ লুৎফুর রহমান ঔরষ জাত এ রাষ্ট্র নায়কের জন্ম হয়েছিল, যার চিন্তা, চেতনা, স্বপ্ন ছিল বাংলার পরাধীন জাতিকে পাকিস্তানি শোষক শাসকগোষ্ঠীর শোষন নিপিড়ন থেকে কখন কিভাবে মুক্ত করা যায়, তারই ফলশ্রুতিতে তাঁর নেতৃত্বে আজ সোনার বাংলা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার ফসল হচ্ছে এ অমর স্বাধীন বাংলাদেশ, বজ্রকণ্ঠে যার বক্তৃতা বিশ্ব স্বীকৃত অমর দলিল আজীবন, সেই স্বাধীনতার স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন সহকারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করছেন কক্সবাজার জেলা প্রেসক্লাব নিয়ন্ত্রণাধীন সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হাসেম, সহ সভাপতি এড: মো: রাসেল, হায়দার নেজাম, সাধারন সম্পাদক পুন্যবর্ধন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ফরিদুল আলম রনি, মো: আকরাম এবং জেলার সম্মানিত অর্থ সম্পাদক জাহেদ হোসেন প্রমুখ।
জাতির পিতার প্রতিকৃতিতে বিনম্র ফুলেল শ্রদ্ধা সদর উপজেলা প্রেসক্লাব 📺 Palong TV

Leave a Reply