Advertisement

কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার এলাকায় র‌্যাব-১৫’র অভিযানে ৫০হাজার ইয়াবাসহ ২জন আটক 📺 Palong TV

কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার এলাকায় র‌্যাব-১৫’র অভিযানে ৫০হাজার ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে।

আজ ১৯ই (শনিবার) মার্চ-২২ই কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ পালংখালী বাজারের উত্তর পার্শ্বে কেদারঘোনা ব্রীজ সংলগ্ন এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল তাৎক্ষণিক আনুমানিক আনুমানিক ০৭:৩০ঘটিকায় উক্ত স্থানে র‍্যাব অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে পালং খালীর কালু বড় ঘোনা পশ্চিম নলবুনিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এনামুল হক (৩৫) দ্বিতীয় জন একই এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে মোঃ ইয়াসিন (২২)কে ধৃত করেন। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদের দেহ ও হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৫০হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) সহকারী পরিচালক মোঃ বিল্লাল উদ্দিন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *