Advertisement

বীচ ফটোগ্রাফার পেশাজীবি ঐক্যপরিষদের আত্মপ্রকাশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা 📺 Palong TV

পর্যটন রাজধানী কক্সবাজারে সমুদ্রের বালিয়াড়ির উপর চুটাচুঁটি করা, বীচ ফটোগ্রাফারদের পেশাজীবি ঐক্যপরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩) মার্চ সন্ধ্যা ৬টার দিকে শহরের পরিচিত রাধুনী রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাহেদ আলী সাহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন।

জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সাংগাঠনিক সম্পাদক টিটু দাশ, সহ সাংগাঠনিক সম্পাদক মোহাম্মদ হাবীব, প্রচার সম্পাদক এনামুল হক, শৃংখলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক মো,আবু ছালেহ, ধর্ম সম্পাদক সাখাওয়াত হোসেন মাসুদ, পর্যটন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক টিটি দাশ, নির্বাহী সদস্য মোহাম্মদ ছাব্বির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন কক্সবাজারে আগত পর্যটক দের- সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে ফটোগ্রাফার ভাইদের পর্যটকদের সন্তুষ্ট করে ব্যবসা পরিচালনা করতে হবে। বীচে অনুমোদিত ফটোগ্রাফারদের অন্যায় ভাবে হয়রানী বন্ধ এবং অবৈধ ফটোগ্রাফারদের- উচ্ছেদ ও গ্রেফতারের দাবী জানানো করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *