Advertisement

উখিয়াতে পবিত্র রমজানেও সবজির দাম লাগামহীন; শসা ৮০-১শ! লেবু ২০-৩০টাকা 📺 Palong TV

বাজারে সবজি চাহিদা মত দেখা গেলেও এই পবিত্র রমজানের মৌসুসে মুটেও কমেনি বাজারে সবজির দাম। বাজার ঘুরে দেখা যায় প্রতি সবজির কেজি লাগামহীন দাম বৃদ্ধি পেয়েছে।

আজ ০৩এপ্রিল (রবিবারড়বার)-২০২২ইং সকাল থেকে উখিয়া, কোটবাজার ও মরিচ্যাসহ উখিয়া উপজেলার বিভিন্ন সবজি বাজারে ঘুরে ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে এ তথ্য উঠে এসেছে।
উক্ত বাজার গুলোতে দেখা যায় সবজির মূল্যের মধ্যে কাকরোলা ২০০টাকা, শসা কেজি ৮০-১০০টাকা, লেবু প্রতি পিস ২০টাকা কেউ কেউ বলেছেন লেবুর প্রতি পিস- ৩০টাকাও নিচ্ছে ব্যবসায়িরা, গাজর ১২০ টাকা, বরবটি- ৮০টাকা, টমেটো- ৪০টাকা, বেগুন- ৮০টাকা, করলা- ৬০টাকা, পটল ৫০টাকা, কচুর লতি ৬০টাকা, সিম ৫০-৬০টাকা, পেঁপে কেজি ৪০টাকা, পাতা কফি ৫০টাকা, পটল ৪০-৪৫টাকা, চিচিঙ্গা ৫০-৬০টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০টাকা। এবং চাল কুমড়া প্রতিটি ৪০-৫০টাকা, বাদা কপি কেজি- ৫০টাকা, লাউ প্রতিটি ৬০-৭০টাকা, হলুদ ১৫০-২২০টাকা, সব কিছুর তুলনায় দাম কমছে কাঁচামরিচের। আগে কাঁচামরিচের দাম ছিল- ৮০টাকা, বর্তমান ২০টাকা কমে তা ৬০টাকাতে বিক্রি হচ্ছে। তাছাড়া  শুকনো মরিচ কেজি ১৫০-২৫০টাকায় বিক্রি হচ্ছে, দেশি আদা বিক্রি হচ্ছে ৭০-৮০টাকা, চায়না আদা ১৬০টাকা, রসুন ৮০-১২০টাকাতে বিক্রি হচ্ছে,
গরু মাংস বিক্রি হচ্ছে কেজিতে ৮০০-১২০০টাকা। ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৭০টাকা। অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৬০-২৭০টাকা। আবার লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৯০-৩০০টাকায়। উখিয়ার বিভিন্ন ষ্টেশনের ব্যবসায়ীর সাথে কথা বলে উপরোক্ত তথ্যাদি জানা যায়।
অপরদিকে কোটবাজরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন বাজারে সবজি দেখা গেলেও অন্যআন্য ব্যবসায়িরা দাম না কমাতে আমরাও তাদের মত করে বিক্রি করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *