Advertisement

মুচলেকায় ছাড় পেলো উখিয়ার কাজী হারুনের ছেলেসহ ২ মাদকসেবী 📺 Palong TV

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক সেবনকারী দুজনকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

তিনি জানান,গতকাল বুধবার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে উখিয়া হাজি পাড়ার আবু হারুনের ছেলে মাহমুদ(৩০) ও উত্তর ঘুমধুমের চাতু বড়ুয়া (৩০) কে গ্রেফতার করে ক্যাম্প ইনচার্জের অফিসে নিয়ে যাওয়া হলে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে মুচলেকা নিয়ে পরবর্তী মাদক সেবন না করার শর্তে ছেড়ে দেন।

এদিকে জানা যায় আটক কাজী হারুনের ছেলে মাহমুদ দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত। এছাড়াও সে পালংখালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার পদে অধিষ্ঠিত হতে রাজাপালং ইউনিয়ন থেকে ভোটার স্থানান্তরিত করে তদবির চালিয়ে যাচ্ছিল।

স্থানীয় সচেতন মহল বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এবং পবিত্র রমজান মাসে রোযা না রেখে দিনদুপুরে মাদক নিয়ে পড়ে থাকে সে কিভাবে নিকাহ রেজিস্ট্রারের মতন গুরুত্বপূর্ণ দায়িত্বভার নিবে তা ভাবার বিষয়। এ সমস্ত মাদক সংশ্লিষ্টতা যাদের বিরুদ্ধে আছে তাদের সামাজিকভাবে বয়কটের আহবান জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *