টেকনাফ উপজেলা ও পৌরসভায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। মাইলের পর মাইল পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে হতদরিদ্র পরিবারের লোকজনদের। গ্রীষ্ম অাসতে না অাসতেই যেভাবে পানীয় জলের সংকট দেখা দিয়েছে তা অব্যাহত থাকলে , গ্রীষ্মকাল পুরোপুরি সময়ে অনেকাংশে পানি পাওয়া যাবেনা। স্হানীয় লোকজন জানান, ২০১৭ সালে মিয়ানমারে লক্ষ্যবস্তুও বাস্তচ্যুত রোহিঙ্গা শরনার্থী টেকনাফ ও উখিয়া উপজেলায় আগমন করার পর হতে এ অবস্হার সৃষ্টি হয়েছে বলে জানান। তারা জানান এই রোহিঙ্গা শরনার্থী অাগমনের পর তাদের কে উখিয়া টেকনাফের বিভিন্ন স্হানে ক্যাম্প স্হাপন করে রাখা হয়েছে। সেখানে পানীয়জলের জন্য বসানো হয়েছে অসংখ্য নলকুপ ও গভির নলকুপ। এ সমস্ত নলকুপ বসানোর কারনে পানির স্তর এমন ভাবে গভিরে চলে গেছে যে,অতি গভীর নলকুপ ও পাতকুয়ায় পানি পাওয়া যাচ্ছে না। এ ছাড়া সরকারি ভাবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা ও পৌরসভায় পানীয়জলের ব্যবস্হা করনের দায়িত্ব থাকলেও এরা কাগজে পত্রে দায়িত্ব পালন করে কর্মদায়ী শেষ করছে। এর পাশাপাশি এনজিও সংস্থা হাইসোয়া,সলিডারিটিস ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন এনজিও পানীয়জলের ব্যবস্হাকরনের দায়িত্ব থাকলেও তারা নিজেদের ইচ্ছা মাফিক কাজ চালিয়ে তাদের দায়িত্ব শেষকরে যাচ্ছে। বিশেষ করে টেকনাফ পৌরসভার ৫, ৬,৭,৮,ও ১নং ওয়ার্ডে পানীয়জলের তীব্র সংকট দেখা দিয়েছে। স্হানীয় কয়েকজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা জানান, পানীয়জলের অভাবে শিক্ষার্থীরা দিক বেদিক ছুটাছুটি করে প্রতিদিন। কিন্তু এর কোন সমান পারছিনা কোথাও । এ বিষয়ে টেকনাফ উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলঅধিদপ্তরের প্রকৌশলীর মুঠোফোনে বার বার যোগাযোগ কর ও পাওয়া না যাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ডে দীর্ঘদিন পানীয়জলের তীব্র সংকট 📺 Palong TV

Leave a Reply