“ছন্নছাড়া” 📺 Palong TV

ফারজানা আক্তার নির্জন
  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৭২২ Time View

অলস মাখা দৃষ্টি কেমন,
ভষ্ম হাওয়ার বাজি।
জীবন তরী যায় না ডুবে,
কিসের এত পাঁজি?!

আমার সকাল,
মধ্যাহ্ন;
আমার বিকেল ছায়ায়..
এক গোধূলি ছন্নছাড়া,
সন্ধ্যা অবধি গড়ার।

আমার এক ফসলা বৃষ্টি,
করা নব্য কাব্য সৃষ্টি,
কত সহস্র উচ্ছ্বাসে,
এক লাবন্য দৃষ্টি।

আমার রজনী,
ক্ষান্ত পথের ঠায়।
আমার সুকান্ত..
সূদুর পথের হায়!

উদবাস্তু হিসেব শেষে-
চলছি হঠাৎ স্বরে,
পড়ে আছে শুন্য খাতা;
উদাস কোনো দেয়ালে।

বুঝছি জ্যান্ত রেখে,
সব পিছুটান মেখে,
কি নিদারুন ক্ষতের দাগ!
রক্তের ঘ্রাণ বুকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category