ঈদ আনন্দ ; মোঃ আলী আশরাফ মোল্লা 📺Palong TV

নিউজ ডেস্ক :
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৫২২ Time View

ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী
ঈদ মানে উচ্ছ্বল উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার দিন
ঈদ মানে আনন্দ বৈভব বিলানোর দিন
ঈদ মানে ঈদগাহে একসাথে নামাজ পড়া
দলবেধে ঘুরাঘুরি ছোটাছুটি করা
হিংসা বিদ্বেষ ভুলে কোলাকুলি করা।

ঈদুল ফিতর হচ্ছে রোজা ভাঙার দিন
রমজানের ৩০ রোজা শেষে শাওয়ালের ১ তারিখে
হাজির হবো পুরস্কার নিতে ঈদের জামাতে
এক মাস সিয়াম সাধনা পালন শেষে।
হাদিস শরীফে বলা হয়েছে ইয়াওমুল জায়েজা
পুরস্কার এবং উপহার দিবস হিসেবে।

ঈদ মানে সাম্যাবস্থা ফিরিয়ে দেওয়া
ঈদ মানে ফিরনি সেমাই একসাথে খাওয়া
ঈদ মানে ফিতরা জাকাত আদায় করা
ঈদ মানে গরীব দুঃখীকে খুশী করা
ঈদ মানে সকল কুপমন্ডুকতা ভুলে যাওয়া
ঈদ মানে বুকে বুক মিলিয়ে নির্মল আনন্দ
সবার মাঝে ছড়িয়ে দেওয়া ।

ঈদ মানে নতুন জামাকাপড় পরা
সাধ্যমতো উত্তমটা ব্যবহার করা
ঈদ মানে পাড়া প্রতিবেশী সহ
একে অন্যের বাসায় আসা যাওয়া
ঈদ শুভেচ্ছা বিনিময় করা
আদর আপ্যায়ন করা
নুডুলস,সেমাই,ফিরনি, পায়েস খাওয়া
দুপুর বেলায় পোলাও মাংস খাওয়া।

মুসলিম উম্মাহর সবচেয়ে খুশীর দিন
বছরের দুটি ঈদের দিন
গরীব দুঃখীর মাঝে নেই কোনো ভেদাভেদ
ধনী গরীব আমির ফকির বৈষম্য ভুলে যাওয়া
এক কাতারে সব শ্রেণি পেশার মানুষ একসাথে
কাধে কাধ মিলিয়েই ঈদের জামাত আদায় করা।

এক মাস সিয়াম সাধনা শেষে হাজির হলো
ঈদুল ফিতর আমাদের মাঝে
সুখ শান্তি কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবো মহান সৃষ্টিকর্তার দরবারে
রহমত মাগফিরাত নাজাতের মাসের শিক্ষা বজায় রাখবো সর্বদা
হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা ভুলে যাবো সবে
আত্নশুদ্ধি, সংযম, সৌহাদ্য ও সম্প্রীতির পরিবেশ
পরিব্যপ্তি লাভ করবে সারা বিশ্বজুড়ে
হাসি খুশী ও ঈদের অনাবিল আনন্দ মেতে উঠবো সবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category