উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী 📺 Palong TV

মুসলিম উদ্দিন।
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫০০ Time View

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় ক্যাম্পে দৈনন্দিন জীবনযাপন ও নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি।

আজ ২৬শে এপ্রিল (মঙ্গলবার)-২০২২ইং রাজকুমারী ম্যারি সকালে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছান। প্রথমে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৫নাম্বারে যান।

তিনি এর পরে ৬ও ৮ নং ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন তারা। তখন রাজকুমারী ক্যাম্পে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন। এবং নিজেও বৃক্ষরোপণে অংশ নেন।

তাছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে রাজকুমারী ক্যাম্পের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

রাজকুমারী ম্যারি ৩দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেল ৫ঘটিকায় একটি বেসরকারি বিমানে কক্সবাজারে এসে পৌঁছান। বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category