উখিয়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন 📺 Palong TV

শাকুর মাহমুদ : বার্তা সম্পাদক।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩২২ Time View

কক্সবাজারের উখিয়ায় ইসলামিক ফাউন্ডেশন কৃতক আয়োজিত শিশু- কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ইসলামি ফাউন্ডেশন উখিয়ার ফিল্ড সুপারভাইজার মাওঃ মোঃ আমিনুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কোরআন, হাদীস ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির জন্য এই প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এতে শিক্ষার্থীরা বিকশিত হবে। ইসলামের সুমহান আদর্শ ও সংস্কৃতি প্রচার ও প্রকাশে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানবজাতির মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে। নিজেদের ইসলামী কর্মকাণ্ডে বেশি করে যুক্ত করতে হবে। সংস্কৃতি মানুষের মনকে পরিশীলিত করে, ধর্মে প্রতি অনুরাগ বাড়ায় এবং মহানবী (সা.) এর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে।

বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন।

আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা, স্কুল হতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category