কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

মুসলিম উদ্দিন :
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৭৩ Time View

উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহন।উখিয়ার কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে হরিণ মার্কার প্রতীক নিয়ে- ১৭৪ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জানে আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির আহমদ চেয়ার মার্কার প্রতীক নিয়ে- ১৫০ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মাইক প্রতীক নিয়ে- ১৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুব আলম মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন- ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে- ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রুবেল দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন- ১১২ভোট। বাকী দুইজনের মধ্যে নুরুল ইসলাম- ৮৩ভোট ও দিপু বড়ুয়া- ০৯ভোট। আজ সারাদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, (নির্বাচন কমিশনার) ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ।

উক্ত নির্বাচনে স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন স্থরের লোকজন নির্বাচন পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকারীরা বলেন নির্বাচনটি স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক একটি নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচন পরিচালক সূত্রে জানা গেছে, সমিতির মোট ভোটার সংখ্যা- ৩৩০। এরমধ্যে- ৩২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category