টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২১৩ Time View

কক্সবাজার জেলা প্রেসক্লাব কর্তৃক অনুমোদিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

প্রধান বক্তার বক্তব্য রাখছেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক এইচ এম এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক, জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহেদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা অঞ্চল সভাপতি আব্দুল জাব্বার, পৌর মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি রেজাউল করিম শরিফ।

এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান,যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আলমগীর আজিজ, সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হক জিয়া, অর্থ সম্পাদক ফরিদ বাবুল, খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবাইরুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, শাহ মিসবাহউল হক বাবলা, সদস্য নুরুল আবছার, সাইফুল ইসলাম সাকের, জসিম উদ্দিন ইমন, মোঃআজিজ উল্লাহ আজিজ, হৃীলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রেজাউল করিম রেজা, ঈদগাহ ইসলামি ব্যাংকের কর্মকর্তা আলী আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি সৈয়দ হোসাইন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টেকনাফ উপজেলা অঞ্চল শাখার নির্বাহী সভাপতি ফরিদ আলম, সাধারন সম্পাদক রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টেকনাফ পৌর শাখার আইন বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, রেহেনা আক্তার সহ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন টেকনাফ উপজেলা মসজিদের খতিব ও জামিয়া মাদ্রাসার শিক্ষক মওলানা ইলিয়াস ফারুকি।

প্রধান বক্তার বক্তব্যে এরশাদ বলেন, জেলার ৯ উপজেলার মধ্যে টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি মডেল প্রেসক্লাব। আপনাদের লিখনি দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সমস্ত অপপ্রচারকে দমিয়ে দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে হবে ও টেকনাফ কে এগিয়ে নিতে আপনেরাই বস্তুনিষ্ঠ সংবাদের পিছনে রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর বলেন, সাংবাদিকেরা হচ্ছে জাতির আয়না। এলাকায় কোন মানুষ না খেয়ে আছে, কোথায় জনদুর্ভোগ হচ্ছে, কোন জায়গায় দুর্নীতি বাসা বেঁধেছে, এগুলা তুলে আনার দায়িত্ব আপনাদের। চলার পথে সফলতা আসলে অনেকেই সহ্য করতে পারবে না প্রত্যেকের বেলায় এটাই স্বাভাবিক। কিন্তু সবকিছু পেছনে ফেলে নিজের গতিতে এগিয়ে চলে গন্তব্যে পৌঁছার নাম হচ্ছে সাংবাদিকতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category