আবুল কাশেম গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক নির্বাচিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য৷নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জয়দেবপুর চৌরাস্তা সংলগ্ন একতা গার্মেন্টস ফেডারেশন বিল্ডিংয়ের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেম ভারপ্রাপ্ত সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বর্ধিত সভায় কাপাসিয়ার সাংবাদিক মরহুম মনজুর হোসেন মিলনের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক বেলায়েত হোসেন শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কামাল চৌধুরী।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত সংগঠনের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হওয়ায় আমরা কোনো কাজ করতে পারছি না। সংগঠনটি মুখ থুবড়ে পরেছে। আমাদের সংগঠনের সদস্যদের মধ্য থেকে একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সহ-সম্পাদক সহিদুর ইসলাম সহিদ, সাংগঠনিক সম্পাদক ছানাউল্যাহ নূরী, আইন বিষয়ক সম্পাদক এআর মানিক মিয়া, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন নাছির, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ রাশেদ উল হোসাইন কমল, কোষাধ্যক্ষ আলামিন হোসেন, মহিলা সম্পাদিকা মরিয়ম আক্তার, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সরকার, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, নির্বাহী সদস্য আমেনা খাতুন মুনমুন, নির্বাহী সদস্য হাজী কামাল চৌধুরী ও নির্বাহী সদস্য কাজী শাকিলসহ অন্যান্য নির্বাহী সদস্যরা।
পরিশেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের ১নং সদস্য ও যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার দেওয়া হয়।