Advertisement

উ‌খিয়ায় ইউএনওর সা‌থে সাংবাদিক‌দের সৌজন‌্য সাক্ষাৎ 📺 Palong TV

উ‌খিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান হোসাইন সজী‌বেরর সাথে উখিয়ার সংবাদকর্মী‌দের সংগঠন উপ‌জেলা প্রেসক্লাব উ‌খিয়া’র নেতৃবৃ‌ন্দরা সৌজন‌্য স্বাক্ষা‌তে মি‌লিত হন।

আজ ১৪এপ্রিল (বৃহস্প‌তিবার)-২০২২ইং বি‌কাল ৪ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের বাসভব‌নের সম্মূখস্থ গ‌্যালারী‌তে সৌজন্য সাক্ষাৎ ক‌রে ফুলেল শু‌ভেচ্ছা জানান উক্ত ক্লা‌বের নেতৃবৃন্দরা।

সাক্ষাৎকালে ‌নির্বাহী অ‌ফিসার উ‌খিয়া’র সংবাদকর্মী‌দের সমসাম‌য়িক প্রেক্ষাপট নি‌য়ে আ‌লোকপাত ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান ক‌রেন। এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রেস ক্লাবের সভাপতি সাংবা‌দিক মোস‌লেহ উ‌দ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম আর আয়াজ র‌বি, সহ-সভাপতি, (২) শাকুর মাহমুদ চৌধুরী, ধর্ম-বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল আ‌জিজী, আবদুল ল‌তিফ বাচ্চু, দপ্তর সম্পাদক মুস‌লিম উ‌দ্দিন, এন আলম সিকদার, মো: জয়নাল উ‌দ্দিন, সে‌লিম উ‌দ্দিন বা‌প্পিসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *