Advertisement

কোটবাজার ব্যবসায়ীর উপর হামলায়; উত্তপ্ত পরিস্থিতি শান্ত করলেন সোলতান মাহমুদ চৌঃ 📺 Palong TV

উখিয়ার কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাহী সদস্য, কোটবাজার চৌধুরী মার্কেটের পোশাক বাড়ী নামক দোকানের মালিক হাশেম (৩০) এর উপর সন্ত্রাসী হামলা করেন।

আজ ১৪এপ্রিল (বৃহস্পতিবার)-২০২২ইং রাতে কোটবাজার স্টেশনে আনুমানিক ০৮ঘটিকার দিকে দোকানের মালমাল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনীরা এই হামলা চালিয়ে আহত করে রক্তাক্ত করেন। সন্ত্রাসীদের উক্ত হামলার বিষয়ে হাশেমের ব্যবসায়িক সহকর্মী রুবেলের কাছে জানতে চাইলে, তিনি বলেন কে বা কারা এই হামলা করেছে এখনো পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে উখিয়ার জালিয়া পালং’র পাইন্যশিয়ার কিছু লোকের হামলার শিকার হয়েছেন। হামলাকারিদের মধ্যে রুবেল নামে একজনকে চিন্তা পেরেছেন বলে জানিয়েছেন । ব্যবসায়ি হাশেম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

উক্ত হামলার প্রতিবাদে কোটবাজার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে! ব্যবসায়ীরা কক্সবাজার টু টেকনাফ সড়ক অবরোধ করে প্রতিবাদে জড়ো হন। পর্বর্তীতে চলমান সমাবেশে উপস্থিত হন সাবেক উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী বলেন হামলাকারী সন্ত্রাসী যে হোক না কেন প্রকাশ্য দৃষ্টান্ত মূলাক বিচার হওয়ার কথা বলেন। এবং ব্যবসায়িদেরকে শান্তি শৃঙ্খল বজায় রাখার আহ্বান করে ব্যবসায়িদের শান্ত থাকতে বলেন।

পরবর্তীতে ব্যবসায়ি নেতৃবৃন্দরা বলেন হামলাকারীদেরকর দ্রুত বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুমশিয়ারী দেন।

এই ঘটনা নিয়ে ভিক্টিম বাদী হয়ে কোটবাজার মালিক সমিতি নেতৃত্বদের সাথে নিয়ে উখিয়া থানায় একটি এজহার দায়ের করেছে বলে জানিয়েছেন ।

তবে ঘটনার বিষয়ে উখিয়া থানার ডিউটি অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। যদি কেউ অভিযোগ দেন তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *