Advertisement

হলদিয়ার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ’র কাউন্সিলর তালিকায় ব্যাপক অনিয়ম! নেপত্যে আমিন 📺 Palong TV

হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ এর নতুন কাউন্সিলর তালিকায় বিএনপি জামায়াত এবং হাইব্রিডদের আস্থার শেষ ঠিকানা সি.এন.জি আমিন। তার একক সিদ্ধান্তে পূর্বের কাউন্সিলর পদ থেকে অর্ধশতাধিক ত্যাগী আওয়ামী লীগ বাদ গেলেও নব্য আওয়ামী লীগ এর পদ পদবীর অভাব নেই। এছাড়াও আমিন এর ৩সহোদর সহ তার নিকটাত্মীয় ও আনুগত্যদের জন্য রয়েছে পদ পদবীর ছড়াছড়ি। এমন অভিযোগে উক্ত ওয়ার্ডের ৩১জন ত্যাগী আওয়ামী লীগ নেতা উক্ত কাউন্সিলত তালিকা স্থগিত ও পুনঃ তদন্তপূর্বক ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভূক্তি ও নব্য আওয়ামী লীগদের বাদ দিতে উপজেলা আওয়ালী লীগ, জেলা আওয়ামী লীগ এবং ইউনিয়ন কাউন্সিলর সমন্বয়ক এর নিকট আবেদন করেছেন।

১৭ এপ্রিল ২০২০, উখিয়া
বরাবর,
সভাপতি/সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ
হলদিয়া পালং ইউনিয়ন শাখা
উখিয়া, কক্সবাজার।

বিষয় : ৩ নং হলদিয়া পালং ইউনিয়নের স্থগিত ৩ নং ওয়ার্ডের কাউন্সিলার তালিকায় পুরাতন কাউন্সিলারদের অন্তভুক্তি এবং নতুন অন্তর্ভুক্ত বিএ পি সর্মথদের বাতিল করার আবেদন।

জনাব,
যথাবিহীত সম্মান পূর্ব বিনীত প্রার্থনা এই যে, আমরা নিম্নে স্বাক্ষরকারী ৩ নং ওয়াড়র্ের স্থায়ী বাসিন্ধা হই। আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সমর্থক ও নিবেদিত প্রাণ কর্মী হই। আমাদের পূর্ব পুরুষেরাও আওয়ামী লীগের সমর্থক ও নৌকা প্রতীকের আজীবন ভোটার ছিলেন। দুঃখজনক হলেও সত্য, ৩ নং হলদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদ্য স্থগিত হওয়া কাউন্সিলারের তালিকায় আমাদেরকে বাদ দিয়ে বর্তমান ওয়ার্ড় আওয়ামী লীগের বর্তমান সাধরণ সম্পাদক আমিনুল হক, সাবেক সভাপ্রতি আব্দুর রহমানের ছেলে জামাল উদ্দিন, নব্য আওয়ামী লীগ, সাবেক বিএনপির কর্মী মোহাম্মদ ছৈয়দ নুর প্রকাশ ছৈয়দ নুর মুন্সি মিলে তাদের মনগড়া কাউন্সিলার তালিকা গোপনে তৈরি করে আপনার/আপনাদের দপ্তরে বরাবরে জমা। পরে সেই তালিকা প্রকাশ হলে আমরা জানতে পারি সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন নিজে আবার নির্বাচিত হবার জন্য তার পছন্দমতো লোক এবং তার পরিবারে ৪ সদস্যকেও কাউন্সিলার তালিকায় নাম অন্তর্ভুক্তন করেন। অনুমোদন হওয়া কাউন্সলার তালিকার সিরিয়াল অনুযায়ী তাদের নাম হল- (১) আমিনুল হক, (২) শাহেদুল হক (সিরিয়ার নাম্বার ১০), ৩. হামিদুল হক (সিরিয়াল নাম্বার ৪৬), ৪. হোছন আরা (সিরিয়াল ১৪৭)। এ ছাড়া আমিনুল হক তার আত্মীয় স্বজন, তার অনুগত সমর্থক, বিএনপি কর্মী-সর্মথক অনেককে কাউন্সিলার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। যারা জীবনে আওয়ামী লীগে ভোট দেয়নি দেবে না তাদেরকে কাউন্সিলার হিসাবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন।
সাবেক সভাপতি মরহুম আব্দুর রহমানের ছেলে তার পরিবারের সবাইকে কাউন্সিলার তালিকায় অন্তর্ভক্ত করেন। তিনি তার পরিবারের সদস্য ছাড়াও বি এন পির অনেক নেতা কর্মীকে কাউন্সিলার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। তার দেওয়া বেশির ভাগই বি এন পি নেতা কর্মী যারা আগামী নির্বাচনে নৌকা ডুবানোর জন্য মিশনে নেমেছে।
মোহাম্মদ ছৈয়দ নুর প্রকাশ ছৈয়দ নুর মুন্সি তিনি আঃলীগের আগের কোন কমিটিতে নেই তার চৌদ্দগোষ্ঠী বিএনপির কর্মী-সমর্থক। তিনি কি করে আওয়ামী লীগ বনে গেলেন আমাদের মাথায় ঢুকছে না।তিনি তার পরিবারে সবাইকে সদ্য স্থগিত হওয়া কাউন্সিলার তালিকায় তার পরিবারের সবাইকে কাউন্সিলার হিসাবে অন্তর্ভুক্ত করেন। সরেজমিনে তদন্ত করলে স্থগিত হওয়া কাউন্সিলার তালিকায় কমপক্ষে ৪০- ৫০ জন বিএনপি-জামাতের নাম বের হয়ে আসবে।
আপনাদের কাছে আমরা যারা ৩ নং ওয়ার্ডে খেয়ে না খেয়ে আওয়ামী লীগ কর্মীর প্রশ্ন এই তিন পরিবারই কি শুধু ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী। দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে আওয়ামী লীগ করে আসছেন এবং আওয়ামী লীগের ত্যাগ স্বীকার করেছেন হামলা মামলার শিকার হয়েছেন এরকম অনেক কর্মী কাউন্সিলার হতে পারেননি। তাছাড়া ওই তালিকায় এমন কর্মী আছেন যিনি ভোটারও হননি এখনো।
অতএব, আপনাদের কাছে বিনীত প্রার্থনা স্থগিত হওয়া তালিকা থেকে বিএনপি জামাত ও পরিবার তন্ত্র বাদ দিয়ে অত্র ওয়াড়র্ের ত্যাগী, বঙ্গবন্ধু প্রেমিকদের অর্থাৎ আগের কাউন্সিলার তালিকা অনুযায়ী আমাদের নাম অন্তর্ভক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্চি।

নিবেদক

অত্র ৩ নং ওয়ার্ডেও সাবেক কাউন্সিলার বৃন্দের পক্ষে
১. আলী আকবর
২. জামাল উদ্দিন
৩. নুরুল হক
৪. মোহ্ম্মদ আলী
৫. আলী আহম্মদ,
৬. খোরশেদ আলম
৭. জসিম উদ্দিন
৮. আবুল হোছন
৯. জাফর আলম
১০. নাসির উদ্দিন,
১১. আবুল কালাম
১২. সত্তার আলী,
১৩. জালাল আহম্মদ
১৪. মোক্তার মিয়া
১৫. আব্দুর রহমান
১৬. গোলাম হোছন
১৭. আবু তাহের
১৮. ফরিদুল আলম
১৯. আবু তাহের
২০. আবু সিদ্দিক
২১. শফি আলম
২২. কবির আহম্মদ
২৩. আবুল হোছন
২৪. আবদুস শুক্কর
২৫. গুরা মিয়া
২৬. মিনু আরা বেগম
২৭. মেহের খাতুন
২৮. নুরুল ইসলাম
২৯. কামাল হোসাইন
৩০. ছৈয়দ নুর
৩১. শামসুল আলমসহ আরো অনেক

সদয় বিবেচনার জন্য অনুলিপি
১. সভাপতি- সম্পাদক উখিয়া উপজেলা আঃলীগ।
২. সাংগঠনিক টিম প্রধান উখিয়া-টেকনাফ।
৩. সভাপতি-সম্পাদক কক্সবাজার জেলা আঃলীগ।
৪. হলদিয়া পালং ইউনিয়নের কাউন্সিল সমান্বয়কবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *