শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এস এম সাদ্দাম হোসেন এর নেতৃত্বে গত ২২ এপ্রিল (মঙ্গলবার)-২০২২ইং দক্ষিণ চাকমারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রামু উপজেলা ছাত্রলীগের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল প্রথমিক বিদ্যালয়ের মাঠে মাতবর পাড়া এতিম খানা ও হাফেজিয়া কোরআন মাদ্রাসা এবং দিলদারিয়া তাহাফিযুল কোরআন মাদ্রাসা ও এতিম খানা”র শিক্ষার্থীদের মাঝে ইফতারের আয়োজন করেন রামু উপজেলা ছাত্রলীগ। নাম প্রকাশ না করা একটি সংস্থার অর্থায়নে আজ ২২ এপ্রিল শুক্রবার এই ইফতার মাহফিলের আয়োজন করেন।
এসময় উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি জনাব এস এম সাদ্দাম হোসাইন, তিনি ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।তিনি আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ছাত্রলীগকে সকল মানবিক কাজে অংশ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
এতে রামু উপজেলা ছাত্রলীগ নেতা তছলিম উদ্দিন সোহেল, হুমায়ুন বিন কাসেম হিরো , তারেক উদ্দিন মিশুক, আলমগীর সায়েম রনি,শাহীন সরওয়ার কাজল,নজরুল ইসলাম, সাকিব,সাজ্জাদ হোসেন রনি,আর,এস, রহমান ও আজাদ উপস্থিত ছিলেন।
Leave a Reply