Advertisement

টেকনাফে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি’র মহিলা শাখার ইনচার্জ সমুদা বেগম ১লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ 📺 Palong TV

টেকনাফে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামের ভূয়া কাগজ পত্র সৃজন করে এক লাক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

উক্ত টাকা এবং ইন্সুরেন্সের ডুকুমেন্ট পত্র না পেয়ে গ্ৰাহক আব্দুল জব্বার, পিতা আবু তাহের,
সাং মাধ্যম জালিয়া পাড়া। ৮নং ওয়ার্ড টেকনাফ পৌরসভা। প্রাইম ইন্সুরেন্সের ইনচার্জ সমুদা বেগম,পিতা মৌলভী আব্দুল জলিল, স্বামী মোঃ জলিল,সাং আলিয়াবাদ ৫নং ওয়ার্ড টেকনাফ পৌরসভা। বারবার তাকিদ দেওয়ার সত্ত্বেও উক্ত টাকা এবং ডুকুমেন্ট না দেওয়ার কারণে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গত ২১ এপ্রিল-২০২২ইং তারিখ গ্ৰাহক আব্দুল জব্বার বাদী হয়ে ইন্সুরেন্সের ইনচার্জ সমুদা বেগম কে প্রধান অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলা তদন্ত কারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল বহুবার বিবাদিকে বাদীর সাথে বসে লেনদেন সেড়ে ফেলার তাকিদ দেয়। কিন্তু ঐ সমুদা বেগম বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে আজ দেবে কাল দেবে সময় ক্ষেপণ করে আসছে।

জানাযায় এ বিষয়ে বাদী এখনো পর্যন্ত টাকা এবং ইন্সুরেন্সের কোন ডুকুমেন্ট পত্র না পেয়ে এর যথাযত পতিকার চেয়ে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন। অন্যতায় এর যথাযত পতিকার না পেলে ইন্সুরেন্সের গ্ৰাহক আব্দুল জব্বার প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মহিলা শাখার ইনচার্জ সমুদা বেগমের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিবে বলে গ্ৰাহক আব্দুল জব্বার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *