Advertisement

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হলদিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 📺 Palong TV

ষড়যন্ত্র মোকাবিলা করে আ’লীগ আবার ক্ষমতায় আসবে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে পুনরায় সরকার গঠন করবে। ২০৪১ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর মানসকন্যা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় বহাল থাকবে এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

শুক্রবার (১০ জুন) বিকেলে উখিয়া উপজেলার মরিচ্যায় স্বাধীনতা বিরোধীচক্র কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, বিএনপি এখনো ৭৫-এর ১৫ আগস্ট বুকে ধারণ করে, লালন করে। তারা এ দেশে আবার ৭৫ পুনরাবৃত্তি ঘটাতে চায়। এ সময় ছাত্রদল নেতা কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান তাঁরা।

বিক্ষোভ সমাবেশে হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন মিন্টু, আমিনুল হক আমিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক টিম প্রধান মাহবুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের যু্গ্ম সাধারণ সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী, শাহজাহান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ ইউনুস, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার সিকদার, ছাত্রলীগ নেতা তানিম রহমান কেনাম প্রমুখ।

এর আগে হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার-পেস্টুন হাতে মিছিলে-মিছিলে সমাবেশে যোগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *