কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউপির আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মনুপাড়া এলাকায় উক্ত নির্মম ঘটনা ঘটে।
জানাযায়, কিশোর গ্যাং এর জামাল, রায়হানরা মিলে আমার বোনকে বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বার্তা বলতে থাকে তখন তাদেরকে এমন অশ্লীলতায় বাধা প্রদান করায় ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটায়।
পালং টিভি মেয়েটির ভাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ভাইরাল হওয়া ভিডিওটি ছিলো গত ৩১মে তারিখের ভিডিও। মোবাইলে ধারণ করা ভাইরাল ভিডিও চিত্রের মেয়েটির ভাই বলেন আমার বোন সে দিন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা আমার বোনকে নোংরা ভাষায় কথা বলছিল।
পরে আমার বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বার বার পথ আটকাচ্ছিল। আমি প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় তাকে কেন মেরেছে বা নোংরা কথা কেন বলতেছে জানতে চাইলে তারা আমাকেও ইচ্ছে মত বেধড়ক মারধর শুরু করে।
বিস্তারিত আসছে…
Leave a Reply