Advertisement

বেড়েই চলছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য; নিরব দর্শকের ভূমিকায় বন বিভাগ! 📺 Palong TV

কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন হলদিয়া ইউপিস্থ ৪নং ওয়ার্ড এর কাটাল পাড়া নামক জায়গায় চলছে পাহাড় কাটার এক মহোৎসব।পৃথিবীর স্থিতির জন্য পাহাড়ের সৃষ্টি।

 

পাহাড় সৃষ্টি করা হয়েছে, যাতে পৃথিবী নড়াচড়া করতে না পারে। পৃথিবী নড়াচড়া করলে পৃথিবীর বুকে বসবাসকারীদের পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে যেত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড়ের ভূমিকা অপরিসীম। অথচ এই পাহাড়কে বিনা দিধায় কেটে যাচ্ছে পাহাড় খেকোরা।

সরজমিনে গিয়ে উঠে আসে এই পাহাড় খেকোদের পাহাড় কাটার প্রক্রিয়া সহ এ সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ এর তথ্য।

 

ছবিতে থাকা ছৈয়দ নুর নামের এই মানুষটিও সেই দলেরি একজন। তিনি কাটাল পাড়ার একজন স্থায়ী বাসিন্দা। এ বিষয়ে বিস্তারিত একটি তথ্যবহুল ভিডিও প্রতিবেদন পালং টিভি অনলাইন চ্যানেলে খুব শীঘ্রই প্রচার করা হবে। পালং টিভির সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *