বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে গত সোমবার ২০ জুন রাতে মোঃ হারুন,প্রকাশ ইমরান (২২) নামের এক রাবার বাগানের শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ইমরান নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারী ইউনিয়নের মৃত মোঃ হাশেম এর ছেলে।
অপহৃত ইমরানের বড় ভাই মিজান সাংবাদিকদের জানান ইমরান বাইশারী ইউনিয়নের একটি রবার বাগানে চাকরি করেন। প্রায়ই তিনি সেখানে রাত যাপন করেন। সোমবার রাতে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ইমরানকে রাবার বাগান সংলগ্ন তারা বন্যার ঝিরি থেকে অপহৃরণ করে গহীন বনের দিকে নিয়ে যায়। এরপর ইমরানের মুঠোফোনে অপহৃরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাঁরা ইমরানকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে।
বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরানকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। গত ২০ জুন সন্ধ্যায় উত্তর বাইশারী এলাকার একটি রাবার বাগন থেকে তাকে অপহৃরণ করে দুর্বৃত্তরা। এক দিন পার হলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।
Leave a Reply