চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল (চমেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম মোঃ জামাল উদ্দিন ওরফে জামাল ডাকাত (৬৭)
মঙ্গলবার (২১ জুন) ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (তদন্ত) সাদিকুর রহমান।
জামাল উদ্দিন সাতকানিয়া থানার খাগরিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি থেকে দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসেন জামাল উদ্দিন।
গেল সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে কারা হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভোররাত সোয়া ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা
হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
Leave a Reply